মেসির সঙ্গে ছবি নিয়ে কটূক্তি, যা বললেন শুভশ্রী
‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে ভারতের কলকাতায় এসেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। সেখানে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এরপরই তাকে ঘিরে শুরু হয় ট্রল।
এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। এবার বিষয়টি নিয়ে কথা বললেন শুভশ্রী।
শুভশ্রী জানান, তিনি মেসির সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। সে অনুযায়ী শনিবার সকালে নির্দিষ্ট একটি হোটেলে পৌঁছান তিনি। সেখানেই প্রথমবার মেসির সঙ্গে দেখা হয় এবং ছবি তোলা হয়।
শুভশ্রীর ভাষায়, ‘আমি সাড়ে ৮টার দিকে হোটেলে পৌঁছাই। সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মেসির সঙ্গে সাক্ষাৎ হয়। ছবি তোলা হয়। আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম, তখন মেসির জনসংযোগ দলের পক্ষ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো হয়। তারা জানায়, মেসিকে ঘিরে নানা ধরনের ব্যবস্থাপনা রয়েছে। আমি সেখানে গেলে তাদের সুবিধা হবে।’
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে কেন শুধু শুভশ্রীকে আমন্ত্রণ জানানো হলো? তিনি শাসক দলের বিধায়কের স্ত্রী বলেই কি ওই বিশেষ সুবিধা পেয়েছেন? এই প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘এই উত্তর ওদের পিআর টিম বেশি ভালো দিতে পারবে।’