স্পিরিটের সঙ্গে রাক্ষসের মিলের অভিযোগ, নাকচ করলেন পরিচালক
ভারতীয় নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ এর পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক। পোস্টারে প্রভাসের লুকের সঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নির্মিত ‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের মিল খুঁজে পাচ্ছেন অনেক দর্শক। দুই ছবিতেই প্রভাস ও সিয়ামকে দেখা যায় খালি গায়ে, শরীরে ক্ষতচিহ্নসহ রুক্ষ গেটাপে। ‘রাক্ষস’র এই দৃশ্য ফাঁস হওয়ার পরই অনুকরণের অভিযোগে সমালোচনার মুখে পড়েন মেহেদী হাসান।
সমালোচনার জবাবে ফেসবুক স্ট্যাটাসে নিজের পুরো বক্তব্য তুলে ধরেন তিনি। সেখানে মেহেদী লেখেন, 'আপনাদের সমালোচনাই আমার স্পার্ক। সন্দিপ রেড্ডি ভাঙ্গা যখন ওল্ড বয় থেকে নেয়, তখন সেটা মাস। সকল কাল্ট ক্রিয়েশনই কিছু না কিছু থেকে ইন্সপারেশন নিয়ে তৈরি। দুনিয়া গোল, কোথাও না কোথাও যেয়ে সবকিছুই মিলে যায়।'
তিনি আরও বলেন, 'ভাঙ্গা সাহেবের জন্য শুভকামনা। আমি নিশ্চিত, তিনি আমার সিন দেখে কপি করেননি। আমার নায়কের চুল দেখে প্রভাসের হেয়ারস্টাইল সেট করেননি, আমার নায়কের বেয়ার বডি ব্যাকশট দেখে পোস্টার ডিজাইন করেননি। তার স্পিরিট-এর সঙ্গে রাক্ষস-এর কোনো মিলও থাকবে না। তারপরও যদি কোথাও গিয়ে কিছু মিলে যায়, তাহলে ধরে নেব ব্যাপারটি কাকতালীয়, অথবা আমিই টাইম ট্রাভেল করে ফিউচারে গিয়ে কপি করে এসেছি। সমালোচকদের সমালোচনাই শিরোধার্য।'
পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, ‘স্পিরিট’ ও ‘রাক্ষস’ এর মধ্যে কোনো মিল নেই এবং থাকলেও তা কেবল কাকতালীয়।