‘রাজনৈতিক আলাপ’ এর আগে বিয়ের আয়োজন
বিয়ের পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করলেনসংগীতশিল্পী–নির্মাতা আহমেদ হাসান সানি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নির্মাতা নুসরাত মাটি।গত বছরের মে মাসে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে পূর্বের পরিকল্পনা অনুযায়ী বিয়ের পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেন এই জুটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন অঙ্গনের তাদের কাছের মানুষেরা।
সংবর্ধনা অনুষ্ঠানের ছবি সানি নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করার পর ভক্তদের শুভকামনায় ভাসেন এই দম্পতি।
এদিকে আগামী ১৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। মুক্তির আগে সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন নির্মাতা।