Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নতুন বছরে ঝড় তুলতে যাচ্ছে যে ১০ হলিউড সিনেমা

সংগৃহীত

নতুন বছর মানেই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় থাকা বহু আলোচিত ও প্রতীক্ষিত হলিউড সিনেমা। এ বছর বড় বাজেটের ও বড় তারকা অভিনীত বেশ কয়েকটি হলিউড সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে, যা হলিউডপ্রেমীদের জন্য বয়ে আনবে নতুন চমক। জেনে নেয়া যাক, ২০২৬ এ মুক্তি পেতে যাওয়া বহুল প্রতীক্ষিত ১০ সিনেমার গল্প।

স্ক্রিম ৭’

স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি স্ক্রিম ৭ বানিয়েছেন কেভিন উইলিয়ামসন। কোর্টনি কক্স ও নেভ ক্যাম্পবেল তাঁদের পুরনো চরিত্রে আবার ফিরেছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন, ইসাবেল মে ও জেসমিন সেভয় ব্রাউনকে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’

২০২৩ সালে মুক্তি প্রাপ্ত দ্য সুপার মারিও ব্রস মুভির ব্যাপক সফলতার পর আসছে দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি। ২০০৭ সালের জনপ্রিয় গেম অবলম্বনে নির্মিত সিনেমাটিতে এবার মহাকাশযাত্রায় দেখা যাবে মারিও ও লুইজিকে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যারন হরভাথ, মাইকেল জেলেনিক। মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

দুই দশক পর আবার একসঙ্গে দেখা মিলবে মেরিল স্ট্রিপ ও অ্যান হ্যাথাওয়েকে। তাদের সঙ্গে ফিরছেন এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি। বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। লরেন উইসবার্গার পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ মে।

‘ডিসক্লোজার ডে’

স্টিভেন স্পিলবার্গের রহস্য ঘেরা নতুন সায়েন্স ফিকশন সিনেমা ডিসক্লোজার ডে নিয়ে ইতোমধ্যেই সিনেমা প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে জানা যায়, মানবজাতি ও ভিনগ্রহবাসীদের সম্পর্ক নিয়ে নির্মিত হচ্ছে সায়েন্স ফিকশন সিনেমাটি। এমিলি ব্লান্ট, জশ ওকনর, কলিন ফার্থ অভিনীত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ জুন।

সুপারগার্ল’

ডিসি কমিকসের সুপারহিরো সিনেমাটিতে সুপারগার্ল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। প্রতিশোধ-পরায়ণ সুপারগার্লের গ্যালাক্সিজুড়ে অভিযানের গল্প তুলে ধরা হবে এই সিনেমাতে। ক্রেগ গিলেস্পি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৬ জুন।

‘দ্য ওডিসি’

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলার নিয়েই ঝড় উঠেছিল। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, টম হল্যান্ড, লুপিটা নিওঙ্গ, শার্লিজ থেরন, মিয়া গথসহ অনেকে। মুক্তি পাবে১৭ জুলাই।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেলের স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমায় আবার ফিরছেন পিটার পার্কার। এবার তাকে দেখা যাবে এক নিঃসঙ্গ সুপারহিরোর জীবনের গল্প। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত মার্ভেল–এর সিনেমাটিতে অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, স্যাডি সিঙ্ক। এটি মুক্তি পাবে ৩১ জুলাই।

‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’

হাঙ্গার গেমস ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল দ্য হাঙ্গার গেমস সানরাইজ অন দ্য রিপিং নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জোসেফ জাদা, হুইটনি পিক। বিশেষ চরিত্রে দেখা যাবে জেনিফার লরেন্সকে। প্রেক্ষাগৃহে সিনেমাটি আসবে আগামী ২০ নভেম্বর।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

মার্ভেল ভক্তদের জন্য বড় চমক অ্যাভেঞ্জার্স ডুমসডে। এই সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন, তবে ভিলেন ডক্টর ডুম চরিত্রে। অ্যান্টনি রুশো, জো রুশো পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।

‘ডিউন ৩’

‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আগের মতোই আছেন টিমোথি শ্যালামে ও জেনডায়া। নতুন যুক্ত হয়েছেন রবার্ট প্যাটিনসন। ডেনি ভিলেনেভ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।



সম্পর্কিত খবর :