Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিড়ম্বনার শিকার অমিতাভ

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন | সংগৃহীত
ভারতের গুজরাটের সুরাটে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে ভক্তদের উপচে পড়া ভিড়ে বিড়ম্বনার শিকার হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

গত শুক্রবার (৯ জানুয়ারি) ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশের সময় শত শত ভক্ত তাকে ঘিরে ধরলে মুহূর্তেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে এগোতে পারছিলেন না ৮৩ বছর বয়সী এই অভিনেতা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হলেও পুরো সময় অমিতাভ বচ্চনকে শান্ত থাকতে দেখা যায়।

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। একই সঙ্গে তার বয়স ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

সম্পর্কিত খবর :