Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নায়কহীন গল্পে পুরুষ চরিত্রে আসছেন মিশা

অভিনেতা মিশা সওদাগর | ছবি : সংগৃহীত
রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিতে নজর কেড়েছিলেন মিশা সওদাগর। নতুন খবর হচ্ছে, তুফানের পর আবার রাফীর ছবিতে অভিনয় করছেন মিশা। ইতোমধ্যে তিনি বেশিরভাগ শুটিং সম্পন্ন করেছেন।

এবার নারীকেন্দ্রিক গল্পে ঈদের সিনেমা নির্মাণ করছেন রায়হান রাফী। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন যাত্রা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বাস্তবতার কষাঘাতে এগিয়ে যাবে সিনেমার গল্প। এই তিন চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

জানা গেছে, ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই সিনেমার নাম ‘প্রেশার কুকার’। এই গল্পে কোনো নায়ক না থাকলেও রয়েছে পুরুষ চরিত্রের উপস্থিতি। শোনা গিয়েছিল, সেই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে। তবে এটি ছিল কেবলই গুজব।

জানা গেছে, এ চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা মিশা সওদাগর।

যদিও এ নিয়ে এখনও সিনেমার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিশ্বস্ত একটি সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

সম্পর্কিত খবর :