Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সংসার ভাঙলো মাহি-জয়ের

বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি ও জয় | সংগৃহীত
১৪ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘোষণা করলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি মাহি ভিজ ও জয় ভানুশালী।

রবিবার (৪ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তারা।

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে মাহি ও জয় বলেন, আলাদা হলেও একে অপরের পাশে থাকবেন। বিশেষ করে তিন সন্তান— খুশি, রাজবীর ও তারার জন্য যখন যা করা প্রয়োজন, তা–ই করতে সব সময় প্রতিশ্রুতি-বদ্ধ তারা।তারা নিশ্চিত করেছেন, আলাদা পথে হলেও সন্তানদের জন্য সেরা বাবা-মা ও বন্ধু হিসেবে থাকবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করেছেন, ‘আজ আমরা বিচ্ছেদ বেছে নিয়েছি, তবুও শান্তি, দয়া ও মানবতার সঙ্গে এগোতে চাই। এই গল্পে কোনও খলনায়ক নেই।’

মাহি-জয়ের সমস্যা কিছু মাস ধরেই প্রকাশ্যে এসেছে। অক্টোবরে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, তারা ভিন্ন পথে যাচ্ছেন। ২০১১ সালে বিয়ে করা এই দম্পতিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের মেয়ের জন্মদিনে।

ভারতের রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’–এর পঞ্চম সিজনে একসঙ্গে অংশগ্রহণ করে পরিচিতি পান জয়–মাহি। এরপর আরও কিছু রিয়েলিটি শোতে তাদের দেখা গেছে। ২০১৭ সালে তারা সন্তান খুশি ও রাজবীরকে দত্তক নেন। তার দুই বছর পরে ২০১৯ সালে তাদের কন্যা তারা জন্মগ্রহণ করে।

সম্পর্কিত খবর :