Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

‘স্ট্রেঞ্জার থিংস’–এর শেষ মৌসুমের শেষ পর্বের মুক্তি, আবারও ক্র্যাশ করলো নেটফ্লিক্স

সংগৃহীত
আজ বাংলাদেশ সময় সকালে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’–এর পঞ্চম ও শেষ মৌসুমের শেষ পর্ব। বহুল প্রতীক্ষিত পর্বটি দেখতে মুখিয়ে ছিলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা। সেটি এতটাই যে নেটফ্লিক্সের সার্ভার পর্যন্ত ক্র্যাশ করেছে।

বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) বহু ব্যবহারকারী স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ঢুকতে না পারার অভিযোগ করেন। চলতি মৌসুমে এটি নেটফ্লিক্সের দ্বিতীয় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার ঘটনা।

‘স্ট্রেঞ্জার থিংস’ শেষ পর্ব মুক্তির সঙ্গেই এই বিভ্রাট শুরু হয়। এক মিনিটের মতো নেটফ্লিক্স বন্ধ থাকে। কয়েকবার রিফ্রেশ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আগেরবারের মতো এবারও যারা সমস্যার মুখে পড়েছিলেন, তাদের পর্দায় ভেসে ওঠে নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘নেইল্ড ইট!’–এর একটি ছবি। সঙ্গে লেখা ছিল, ‘কিছু একটা সমস্যা হয়েছে। দুঃখিত, আপনার অনুরোধটি সম্পন্ন করতে আমরা সমস্যায় পড়ছি। হোম পেজে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে।’

এর আগে গত ২৬ নভেম্বর পঞ্চম মৌসুমের প্রথম চারটি পর্ব মুক্তির সময়ও নেটফ্লিক্সে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সেদিন প্রায় পাঁচ মিনিট প্ল্যাটফর্মটি অচল ছিল।

সম্পর্কিত খবর :