তাকে বলতে চাই অকুতোভয় জীবন যোদ্ধা: কনকচাঁপা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর বেদনায় গভীর শোক প্রকাশ করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি করেন।
পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘বারবার, বারবার তার নামের সাথে উচ্চারিত হয় ‘আপসহীন’, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তার জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই। দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশি বিলাসী জীবন কিছুর তোয়াক্কা করেন নাই। এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ; কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না।’
খালেদা জিয়ার দুর্বিষহ জীবন নিয়ে আফসোসের সঙ্গে তিনি লিখেন, ‘বড়ই আফসোস হয় একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তার জীবন সুন্দর ভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাঁকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।’
তিনি বলেন, ‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তার দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিল সেই একাকী জেল জীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত ,অথচ তিনি থাকতেন নির্ভার! এজন্যই তাঁকে বলতে চাই অকুতোভয় জীবন যোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব।
তার স্পষ্ট উচ্চারণ ছিল জীবনে যা কিছু হয়ে যাক এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাবো না। দেশপ্রেম এর উৎকৃষ্ট উদাহরণ তিনি, ‘তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাঁকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’
পোস্টের শেষ অংশে গায়িকা লিখেছেন, ‘আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দা করে নেওয়ার অনুগ্রহ করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।