তপন চৌধুরী ও আঁখি আলমগীরের জন্মদিন আজ
দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও আঁখি আলমগীরের জন্মদিন আজ ৭ জানুয়ারি। স্টার নিউজ পরিবারের পক্ষ থেকে তাদের জন্মদিনে শুভেচ্ছা, শুভ জন্মদিন।
তপন চৌধুরী দেশের ব্যান্ড মিউজিক ও আধুনিক গানের একজন বরেণ্য শিল্পী। সত্তরের দশক থেকে গানের সঙ্গে মিশে আছেন তিনি। তার মিষ্টি কণ্ঠে বহু গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কালজয়ী এই শিল্পী ১৯৬০ সালের এ দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
তপন চৌধুরী গানের সঙ্গে যুক্ত হন কৈশোরেই। তার বয়স যখন ১৯ বছর, তখন তিনি যোগ দেন বাংলাদেশের লিজেন্ডারি ব্যান্ড সোলস-এ। এই ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি তার কণ্ঠেই শ্রোতাপ্রিয়তা পায়।
তারপর তপন চৌধুরী কেবল গেয়েই গেছেন। একটার পর একটা গানে কণ্ঠ দিয়েছেন, আর সেগুলো শ্রোতাদের হৃদয়ে গেঁথে গেছে। তার গাওয়া ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘আমি দেবদাস হতে পারবো না’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহুদূর’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘আমি সব কিছু ছাড়তে পারি’ ইত্যাদি গানগুলো এখনো মানুষের মুখে মুখে।
তপন চৌধুরী নিজেকে কোনো একটা নির্দিষ্ট ঘরানার গানে সীমাবদ্ধ রাখেননি। তার কণ্ঠে আধুনিক, ক্লাসিক, মেলোডি, ফোক সব ধরণের গানই এসেছে। সব গানেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
‘সোলস’ ব্যান্ডের সঙ্গে তপন চৌধুরী ২২ বছর গান করেছেন। এরপর একক সঙ্গীতশিল্পী হিসেবে চলচ্চিত্রের গানে নিজেকে ঢেলে দেন। লম্বা ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ চলচ্চিত্রে গান করেছেন। নব্বই দশকের পর কয়েক বছর তিনি গান করা থেকে বিরত ছিলেন। এরপর ২০১৭ সালে আবার ‘ফিরে এলাম’ শীর্ষক একটি অ্যালবাম দিয়ে গানে ফিরে আসেন।
সংগীতাঙ্গনে অবদানের জন্য তিনি মেরিল‑প্রথম আলো সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। বর্তমানে কানাডায় বসবাসরত তপন চৌধুরী আন্তর্জাতিক মঞ্চের মাধ্যমে আজও শ্রোতাদের সঙ্গে সংযোগ রাখছেন।
অন্যদিকে, কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা আঁখি আলমগীর শৈশবে অভিনয় করে প্রশংসিত হলেও গানকেই নিজের জীবনের পাথেয় করে নেন। সফলও হয়েছেন তিনি। আঁখি আলমগীরের নাম সংগীতাঙ্গনে মুগ্ধতা ছড়ায়। এখনো তিনি নিয়মিত গেয়ে চলেছেন।
আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখেন। ১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমাতে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের ভুবনে তার আবির্ভাব ঘটে প্লেব্যাক দিয়ে। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। তিনি চিত্রনায়ক আলমগীর ও গীতিকবি খোশনূরের সন্তান।