ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ঝরা পাতার চিঠি’
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯১টি দেশের ২৬৭টি চলচ্চিত্র নিয়ে আগামী ১০-১৮ জানুয়ারিতে বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এতে অফিসিয়াল সিলেকশন পেয়েছে শায়লা রহমান তিথি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’।
চলচ্চিত্রটি আগামী ১২ জানুয়ারি (সোমবার) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে প্রদর্শিত হবে।
চলচ্চিত্রটির প্রযোজক- তাপস কুমার দাস ও কামাল বায়োজিদ।
এতে অভিনয় করেছেন প্রখ্যাত সংগীত শিল্পী পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু, সাবিকুন্নাহার কাঁকন।
চলচ্চিত্রটির চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বরকত হোসাইন পলাশ, আবহ সংগীত- মীর মাসুম, সম্পাদনা করেছেন- এম ডি লিংকন, শিল্প নির্দেশক- সীমান্ত সজল, লাইন প্রডিউসার- আরিফ সিদ্দিকী।
এই চলচ্চিত্রের গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী- মো. আবুল বাশার। প্রধান সহকারি পরিচালক নাজমুল হাসান লারজু।
চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি বলেন, ‘২০২৫ সালে নির্মিত এ চলচ্চিত্রটি প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হতে যাচ্ছে। এ প্রাপ্তি আমাদের পুরো টিমের। ১২ জানুয়ারি বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আমাদের চলচ্চিত্রটি উপভোগ করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের বর্তমান আর ভবিষ্যতের নতুন নতুন কাজে উৎসাহ আর অনুপ্রেরণা যোগাবে।’