মুক্তির পরদিনই পাইরেসির কবলে প্রভাসের ‘দ্য রাজা সাব’
পাইরেসির কবলে পড়েছে প্রভাস অভিনীত হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’। শুক্রবার (৯ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি মুক্তির এক দিনের মাথায় অনলাইনে ফাঁস হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে হায়দ্রাবাদের সাইবার ক্রাইম পুলিশ।
এ অবস্থায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে একটি রেস্তোরাঁয় সিনেমাটির পাইরেটেড কপি প্রদর্শনের অভিযোগ ঘিরে।
প্রবাসী ভারতীয়দের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা এক ভিডিওতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় টিভিতে ‘দ্য রাজা সাব’-এর পাইরেটেড ভার্সন চালানো হচ্ছিল। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ভারতে পাইরেসি রোধে চলমান অভিযানে একজন পাইরেট ওয়েবসাইট পরিচালনাকারীকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশ। এরপর নজর দেওয়া হয়েছে আরও কয়েকটি পাইরেট সাইটের দিকে। এসব সাইটে ক্যামকর্ডারে ধারণ করা নতুন সিনেমা অবৈধভাবে স্ট্রিম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবুও বন্ধ করা সম্ভব হয়নি নতুন সিনেমার পাইরেট এ মুক্তি। এর মধ্যে ‘দ্য রাজা সাব’ এবং ‘ধুরন্ধর’ সিনেমাও রয়েছে।
এদিকে, সিনেমাটির যুক্তরাষ্ট্রের পরিবেশক এর বরাতে জানা গেছে, মুক্তির দুই দিনের মধ্যেই সেখানে সিনেমাটি ২০ লাখ ডলারের বেশি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৮ কোটি ৩০ লাখ রুপি।
মারুথি পরিচালিত ‘দ্য রাজা সাব’ প্রযোজনা করেছে পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল, মালবিকা মোহনন, রিদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব। গল্পে এক ব্যক্তি তার নিখোঁজ দাদাকে খুঁজতে গিয়ে পরিবারের অতীতের ভয়ংকর গোপন রহস্যের মুখোমুখি হয়। তবে মুক্তির পর সমালোচকদের কাছ থেকে সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।