Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আগামী ২০ মার্চ নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিটিএস

কোরীয় ব্যান্ড বিটিএস | সংগৃহীত
চার বছর পর আবারও বিশ্বসংগীতের মঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে দীর্ঘ বিরতিতে ছিলেন ব্যান্ডটির সাত সদস্য। গত বছরের জুনের মধ্যে সবাই প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন। আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা—তিন বছর পর আবার একত্র হন তারা।

প্রশিক্ষণে যাওয়ার আগে ২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিটিএস সদস্যরা—ফিরে এসে নতুন ও চমকপ্রদ গান উপহার দেবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই এগিয়ে যাচ্ছে ব্যান্ডটি।

সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর এক লাইভে একত্র হয়ে বিটিএস ঘোষণা দেয়, নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তারা। তখন জানানো হয়, ২০২৬ সালের গ্রীষ্মে অ্যালবামটি প্রকাশ পাবে এবং একই সময়ে শুরু হবে তাদের সংগীত সফর।

এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। নতুন বছরের শুরুতেই বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে আগামী ২০ মার্চ প্রকাশ পাবে ব্যান্ডটির নতুন অ্যালবাম। এর মাধ্যমে ২০২২ সালের ‘প্রুফ’ অ্যালবামের চার বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিটিএস। অ্যালবাম প্রকাশ উপলক্ষে বিশ্বভ্রমণে বের হবেন সদস্যরা, বিভিন্ন দেশের মঞ্চে গান শোনাবেন ভক্তদের। শিগগিরই ওয়ার্ল্ড ট্যুরের বিস্তারিত ঘোষণাও আসবে বলে জানানো হয়েছে।

নতুন অ্যালবামের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে ইতিমধ্যেই ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন বিটিএস সদস্যরা। নতুন বছর উপলক্ষে ‘বিটিএস আর্মি’ নামে পরিচিত ভক্তদের কাছে হাতে লেখা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তারা, যা প্রত্যাবর্তনের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

সম্পর্কিত খবর :