চলে গেলেন ‘সিলমিদো’ খ্যাত অভিনেতা আহন সুং-কি
দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আহন সুং-কি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দেশটিতে তিনি ‘জাতির অভিনেতা’ হিসেবে পরিচিত।
সোমবার (৫ জানুয়ারি) সিউলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন। তার মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বজুড়ে থাকা ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫৭ সালে শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করা আহন সুং-কি অভিনয় করেছেন ১৩০টিরও বেশি চলচ্চিত্রে। তার অভিনীত জনপ্রিয় সিনেমা হলো ‘সিলমিদো’। যা কোরিয়ান সিনেমাকে আন্তর্জাতিকভাবে নতুন উচ্চতায় নিয়ে যায়।
কেবল অভিনয় নয়, তার ব্যক্তিত্ব এবং মানবিক কর্মকাণ্ড তাকে সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। কোরীয় সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অফ কালচারাল মেরিট’ প্রদান করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা শোকবার্তা জানাচ্ছেন।