Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সুরের জাদুকর এআর রহমানের জন্মদিন আজ

কিংবদন্তি সঙ্গীতশিল্পী এআর রহমান | ফাইল ছবি/সংগৃহীত
বিশ্ব সঙ্গীত মঞ্চের এক অমর নাম এআর রহমান। ১৯৬৭ সালের ৬ জানুয়ারি ভারতের চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি।

আজ ২০২৬ সালের ৬ জানুয়ারি, কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী পা রাখলেন ৫৯ বছরে।

ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ। মাত্র চার বছর বয়স থেকেই পিয়ানো শেখা শুরু করেছিলেন তিনি।ধ্রুপদী থেকে আধুনিক, সব ধরনের সঙ্গীতই তিনি দক্ষতার সঙ্গে পরিবেশন করেছেন।

স্ক্রিপ্টেড মিউজিক থেকে সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, আন্তর্জাতিক কনসার্ট ও ফিউশন মিউজিক পর্যন্ত বিস্তৃত পরিসরে নাম কুড়িয়েছেন তিনি।১৯৯২ সালে মণি রত্নমের 'রোজা' চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র জগতে তার প্রবেশ, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়। পরবর্তীতে বোম্বে, দিল ছে, লাগান, স্লামডগ মিলেনিয়ারসহ অসংখ্য চলচ্চিত্রে তার সঙ্গীত জনপ্রিয়তা পেয়েছে।
ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণসহ তার ক্যারিয়ারের ঝুলিতে আছে ২টি অস্কার, গ্র্যামি, বাফতা ও গোল্ডেন গ্লোবসহ বহু সম্মাননা।

বর্তমানে এআর রহমান ৮ থেকে ১০ কোটি টাকা নেন ছবি প্রতি কাজ করার জন্য। আর এক একটি গান গাইতে তার পারিশ্রমিক ৩ কোটি টাকা প্রায়।তিনি ভারতের পুরুষ সঙ্গীত শিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী শিল্পীদের একজন বলে পরিচিত। বিভিন্ন সূত্র অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১০০ কোটি টাকা।

সম্পর্কিত খবর :