Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

২০২৬-এ চমক দেখাবে দক্ষিণী ইন্ডাস্ট্রি

সংগৃহীত
নতুন বছর মানেই নতুন প্রত্যাশা, আর ২০২৬-এর প্রথম দিনেই সেই প্রত্যাশার পারদ চড়িয়ে দিল দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি। বছরের প্রথম দিনেই এ সিনেমা অঙ্গনে উঠেছে ঝড়, প্রভাসের ‘স্পিরিট’ থেকে ইয়াশের ‘টক্সিক’।

একদিকে সুপারস্টার, অন্যদিকে আলোচিত পরিচালক—সব মিলিয়ে বছরের শুরুটা যেন ঘোষণা করেই দিল, এবার বড় কিছু হতে চলেছে।
শুরুতেই আলোচনার কেন্দ্রে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’। ‘কাবির সিং’ ও ‘এনিম্যাল’ এর পর ভাঙ্গার নাম মানেই বিতর্ক, তীব্রতা আর আবেগের ঝড়। এবার তাঁর সঙ্গী হয়েছেন সুপারস্টার প্রভাস, প্রকাশ পাওয়া প্রথম লুকেই সেই বার্তা স্পষ্ট।

পোস্টারে প্রভাস আহত, শরীর-জুড়ে ক্ষতের দাগ, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা। লম্বা চুল আর দাড়িতে তার রাফ অবয়ব যেন ইঙ্গিত দিচ্ছে—এই গল্প সহজ নয়, এই চরিত্রও নয়। জানা গেছে, ‘স্পিরিট’-এ প্রভাস অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি, যিনি ‘এনিম্যাল’ -এ ভাঙ্গার সঙ্গে কাজ করে দর্শকের নজর কেড়েছিলেন। ভিজুয়াল দেখেই অনেকে ধরে নিচ্ছেন ‘এনিম্যাল’ -এর মতোই হবে স্পিরিট,ডার্ক, ইন্টেন্স আর গভীর আবেগে ভরপুর।

এই উত্তেজনার মধ্যেই আরেকটি বড় চমক নিয়ে হাজির হল ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেইল ফর গ্রোন-আপস’। কেজিএফ এর পর ইয়াশের প্রতিটি প্রজেক্ট মানেই আলাদা কৌতূহল। এবার সেই কৌতূহল আরও বাড়াল অভিনেত্রী নয়নতারার প্রথম লুকে। তার চরিত্রের নাম গঙ্গা। কালো পোশাক, হাতে বন্দুক, চোখে আত্মবিশ্বাস—এই লুকেই বোঝা যায়, তিনি শুধু সহ-অভিনেত্রী নন, গল্পের গুরুত্বপূর্ণ চালিকাশক্তিও।

সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহানদাস, যার কাজ বরাবরই আলাদা ভাষা ও দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। এর আগেই প্রকাশ পেয়েছে কিয়ারা আডবাণী ও হুমা কুরেশির চরিত্রের লুক। একাধিক ভাষায় মুক্তির পরিকল্পনা থাকায় সিনেমাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় রয়েছে।

সব মিলিয়ে, ২০২৬-এর প্রথম দিন থেকেই দক্ষিণী সিনেমার শক্ত অবস্থান যেন আবারও মনে করিয়ে দিল। বড় তারকা, বড় পরিচালক আর সাহসী গল্প— এই ত্রয়ী নিয়ে নতুন বছর যে সিনেমা প্রেমীদের জন্য রোমাঞ্চকর হতে চলেছে, তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর :