মুক্তির আগেই রেকর্ড গড়ল থালাপতির শেষ সিনেমা
তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত রাজনৈতিক অ্যাকশন সিনেমা ‘জননায়গন’ মুক্তির আগেই সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক ঝড় তুলেছে । এটি বিজয় অভিনীত শেষ সিনেমা বলেই মনে করা হচ্ছে। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে,আগামী ৯ জানুয়ারি তামিল ও তেলুগু উভয় ভাষাতেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। মালয়েশিয়ায় সিনেমাটির বিশাল অডিও অনুষ্ঠানের পর থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোন অফিশিয়াল ট্রেলার না থাকলেও টিকিট কাউন্টারে ছবিটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে।
শুধু অগ্রিম টিকিট বুকিং থেকেই ‘জননায়গন’ বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অঙ্কের আয় এসেছে, যেখানে বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।
এদিকে ভারতের কেবল কর্ণাটক ও কেরালাতেই টিকিট বুকিং শুরু হয়েছে। এজন্য এই পর্যন্ত, ভারতে অগ্রিম টিকিট বিক্রি থেকে সংগ্রহ হয়েছে মাত্র তিন রুপি।
ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ, এই অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।
সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ এবং সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।
বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ, রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। পাশাপাশি, ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কি না, এ প্রশ্নও উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘অডিও প্রকাশ অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, সেটিই আবার বলছি। এই গল্প “ভগবন্ত কেশরী”র রিমেক হোক বা কিছু দৃশ্য সেখান থেকে নেওয়া হোক কিংবা একটি দৃশ্য থেকেও অনুপ্রাণিত হোক, যা–ই হোক না কেন, দর্শকদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।’
এইচ বিনোথ আরও যোগ করেন, ‘এটি একটি থালাপতি বিজয় ছবি। কেউ কেউ ভাবতে পারেন, “আমি তো আসল ছবিটি দেখেছি, তাহলে এটা কেন দেখব?” আবার কেউ কেউ বিরক্তও হতে পারেন। তাঁদের বলছি, অন্তত একটি শো দেখুন। তখনই আপনার উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান আসবে—তখন আরও পরিষ্কার হবে। আপাতত আমি কিছুই বলছি না।’