Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বিয়ে করলেন শিরোনামহীনের ইশতিয়াক

বিয়ের আসরেই নববধূকে নিয়ে গান গাইলেন শিরোনামহীনের ভোকালিস্ট | ছবি: ইশতিয়াকের ফেসবুক থেকে নেওয়া

নতুন জীবন শুরু করলেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ইশতিয়াক।

এদিকে, শনিবার সন্ধ্যায় শিরোনামহীন ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়। পোস্টে লেখা হয়, ‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’


প্রিয় শিল্পীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভকামনা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন ইশতিয়াক।

ইশতিয়াকের বিয়ের আয়োজনে সংগীত অঙ্গনের অনেক তারকা ও শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিরোনামহীনের শিল্পীরাও গান পরিবেশন করেন। তবে পাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।
শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট ইশতিয়াক এর কণ্ঠে গাওয়া গান ‘এই অবেলায়’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তরুণ প্রজন্মের কাছে। সম্প্রতি গানটির সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

সম্পর্কিত খবর :