Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বুধবার বিয়ে করতে যাচ্ছেন জেফার-রাফসান!

কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব | ফাইল ছবি
কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন চলছিল গত কয়েক বছর ধরেই। তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, তাদের এই সম্পর্কের আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে বুধবার।

রাফসান সাবাব ও জেফার রহমানের ঘনিষ্ঠজনরা তাদের বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকাও থাকবেন সেই অনুষ্ঠানে।

২০২৩ সালের শেষের দিকে প্রথম স্ত্রী সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান। তখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘বিবাহবিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই জেফারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তখন কেউ কেউ মন্তব্য করেন, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই বিচ্ছেদের পথে বেছে নিয়েছেন রাফসান।

সে সময় জেফার ফেসবুকে লিখেছিলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না।’

সম্পর্কিত খবর :