কোরিয়ায় কিমের স্টাইলই ফ্যাশনের নতুন ট্রেন্ড
মিলানের রানওয়ে বা সিউলের ব্যস্ত রাস্তাতেই খোঁজা হয় ট্রেন্ড। কিন্তু এই শীতে, ফ্যাশনের অপ্রত্যাশিত পরিবর্তন ঘটছে এমন জায়গায় যাকে স্টাইলের সঙ্গে জোড়া হয় খুবই কম।
গোটা বিশ্ব যখন হালকা বিলাসিতা আর মিনিমালিজম নিয়ে বিতর্কে ব্যস্ত, তখন উত্তর কোরিয়ার তরুণদের একটাই ফোকাস: ‘দ্যা লিডার লুক’। কিম জং উনের পোশাকই এখন দেশটির সবচেয়ে প্রভাবশালী স্টাইল স্টেটমেন্ট।
রায়াংগাং প্রদেশের স্থানীয় বাজারে এখন একটাই জিনিসের চাহিদা, চামড়ার জ্যাকেট। তবে যেকোনো জ্যাকেট নয়। ভারী, কাঠামোগত, সামরিক ধাঁচের জ্যাকেট। ঠিক যেমনটা দেখা যায় টেলিভিশনে শাসক পরিবারের গায়ে।
আসল চামড়া যেখানে সাধারণ মানুষের নাগালের বাইরে, সেখানে সমাধান এনেছে চীন থেকে আনা জ্যাকেট, যা তৈরি করা হয়েছে সিনথেটিক চামড়া, নকল পশম আর ভেতরে তুলার আস্তরণ দিয়ে।
জ্যাকেটের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে জুতাও। উত্তর কোরিয়ার তরুণরা এখন ঐতিহ্যবাহী শীতকালীন জুতা ছেড়ে বেছে নিচ্ছে খমব্যাট বুট। পশমে মোড়া, শক্ত সোল, সামরিক লুক কিন্তু বেসামরিক রাস্তায় পরার জন্য যথেষ্ট পলিশ করা।
শরৎকালে যখন অর্থনৈতিক সংকটে পোশাক কেনা প্রায় বন্ধ, তখন তীব্র শীত আর ‘কিম-অনুমোদিত’ স্টাইল আবার ফিরিয়ে এনেছে ক্রেতাদের। উত্তর কোরিয়ার রাস্তায় যতই কঠোর নিয়ম আর সীমাবদ্ধতা থাকুক না কেন, তরুণরা তার নিজের ছাপ রেখে চলেছে একটা লুকের মাধ্যমে, যা কেবল পোশাক নয়, বরং তাদের আত্মপ্রকাশের চিহ্ন। শীতের ঠাণ্ডা যত তীব্র হোক, নতুন স্টাইলের আগুন কিন্তু ঠিকই জ্বলছে।