ভারতে আসছে বিটিএস! ভি’র ‘নমস্কার’ ঘিরে জল্পনা
বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী ব্যান্ড বিটিএস। গত সপ্তাহে গ্লোবাল ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম উইভার্সে লাইভস্ট্রিমে আসেন এই ব্যান্ডের সদস্যরা। সেখানে এক ভারতীয় ভক্তকে উদ্দেশ করে বিটিএস তারকা ভি বলেন, ‘নমস্কার ইন্ডিয়ান আর্মি। নেক্সট ইয়ার দেখা হবে।’
তার এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা— তাহলে কি ২০২৬ সালে প্রথমবারের মতো ভারতে আসতে যাচ্ছে বিটিএস?
২০২২ সাল থেকে ঘোষণা দিয়ে বিরতিতে যায় বিটিএস। কারণ, এই সময় তারা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার কারণে দক্ষিণ কোরিয়ায় ৩০ বছরের কম বয়সী সব পুরুষকে সেনা দায়িত্ব পালন করতে হয়।
চার বছরের বিরতির পর সাত সদস্যই আবার একত্রিত হওয়ার পথে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের বসন্তে ‘কমব্যাক’ অ্যালবাম মুক্তির পর বিটিএস তাদের সবচেয়ে বড় বিশ্ব ভ্রমনে যেতে পারে, যেখানে ৬০–৬৫টি শো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো ভারত এই তালিকায় আছে কি-না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, ভারতে উপস্থিতি বাড়াচ্ছে কে-পপ জায়ান্ট হায়েব (এইচওয়াইবিই)। ২০২৩ সালে তারা ভারতের মুম্বাইতে একটি সাবসিডিয়ারি ‘হায়েব ইন্ডিয়া’ প্রতিষ্ঠা করেছে, যার লক্ষ্য ভারতের বিশাল মিউজিক মার্কেটকে কাজে লাগানো।
ইতোমধ্যে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে চলছে ‘গোল্ডেন: দ্য মোমেন্টস’ প্রদর্শনী, যা প্রথমবার ভারতের মাটিতে আনা হয়েছে বুকমাইশো লাইভ ও হায়েবের যৌথ উদ্যোগে।
বুকমাইশোর লাইভ এন্টারটেইনমেন্ট বিভাগের চিফ অপারেটিং অফিসার অনিল শর্মা জানিয়েছেন, বিটিএসকে ভারতে আনতে সময় লাগবে, তবে আলোচনা শুরু হয়েছে।
সব মিলিয়ে, ভি’র ইঙ্গিত ও হায়েবের ভারতমুখী আগ্রহে আশা বাড়লেও ২০২৬ ট্যুরে বিটিএস-এর ভারত সফর এখনো অনিশ্চিত। আপাতত ভারতীয় আর্মিদের অপেক্ষা আর মুম্বাইয়ের প্রদর্শনী ঘুরে দেখাই ভরসা, যা চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।