Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বলিউড অভিনেত্রী ফাতিমা সানার জন্মদিন

ফাতিমা সানা শেখ | সংগৃহীত
শিশুশিল্পী থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ আজ পালন করছেন জন্মদিন। ১৯৯২ সালের ১১ জানুয়ারি হায়দ্রাবাদে জন্ম নেওয়া ফাতিমা ছোটবেলা থেকেই পেয়েছিলেন অভিনয়ে হাতেখড়ি ।

'চাচি ৪২০'-এ কমল হাসান এবং ‘ওয়ান টু কা ফোর’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ফাতিমা।

আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ‘দঙ্গল’ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি কুস্তিগীর গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন।'দঙ্গল' ছবির পর বলিউডের আরও অনেক সিনেমাতেই ফাতিমার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
এরপর ‘লুডো’ , ‘অজীব দাস্তানস’, ‘মডার্ন লাভ মুম্বাই’ ও ‘স্যাম বাহাদুর’–এও তিনি মেধাবী অভিনয় দেখিয়েছেন।

অভিনয় ছাড়াও নাচ, গান, আঁকা, ছবি তুলতে পছন্দ করেন ফাতিমা।

শিশু অভিনেত্রী থেকে বলিউডের সফল অভিনেত্রী হয়ে ওঠা ফাতিমার ক্যারিয়ার প্রমাণ করে, কঠোর পরিশ্রম, প্রতিভা ও দৃঢ় মনোবলই একজন শিল্পীকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করে তুলতে পারে।

সম্পর্কিত খবর :