Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। এবারের ইত্যাদির মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে তৈরি শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত ঐতিহ্যবাহী স্কুল নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

এই পর্বে থাকছে দুটি গান। একটি গান পরিবেশন করেছেন লোকসংগীতশিল্পী বিউটি ও পান্থ কানাই। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনেও ছিলেন মেহেদী। পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

এ ছাড়া ইত্যাদির নতুন পর্বে চুয়াডাঙ্গাকে কেন্দ্র করে থাকছে একাধিক প্রতিবেদন। রয়েছে জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনাগুলো নিয়ে প্রচারিত হবে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

নিয়মিত পর্ব চিঠিপত্রে এবার তুলে ধরা হয়েছে চুয়াডাঙ্গার এক ব্যতিক্রমী ছড়াকারের জীবনকথা। পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে থাকছে একাধিক নাট্যাংশ। দানের নামে ফটোসেশন, সংসারের চাপে ভেঙে যাওয়া স্বপ্ন, মিষ্টি নিয়ে অনাসৃষ্টি, ইংরেজির দাপটে বাংলা ভাষার দুর্দশা, বোঝাপড়ার জটিলতা, স্টাইলিশ আইকনের বিড়ম্বনাসহ বিভিন্ন নাটিকায় অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনিসহ আরও অনেকে।

ইত্যাদির এই পর্ব দেখা যাবে ২৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

সম্পর্কিত খবর :