Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঢালিউডের ‘মুকুটহীন নবাব’ প্রবীর মিত্র চলে যাওয়ার এক বছর

ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ ও শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র | ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ ও শক্তিমান অভিনেতা প্রবীর মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ( জানুয়ারি) ২০২৫ সালের এই দিনে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

ষাট ও সত্তরের দশক থেকে শুরু করে পরবর্তী কয়েক দশক ধরে প্রবীর মিত্র ছিলেন ঢাকাই সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা কখনো কঠোর পিতার চরিত্রে, কখনো ক্ষমতাধর ব্যক্তিত্বে, আবার কখনো নীরব অথচ গভীর আবেগঘন ভূমিকায় নিজেকে অনন্য করে তুলেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আজীবন সম্মাননায় ভূষিত এই গুণী অভিনেতার প্রয়াণে শূন্যতা তৈরি হলেও, তার অভিনীত চরিত্রগুলোই আজও তাকে বাঁচিয়ে রেখেছে দর্শকের স্মৃতিতে।

১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুনবাজার গুয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।

তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্পর্কিত খবর :