আলোচনায় তারেক রহমান ও নায়ক মান্নার ভাইরাল ছবি
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।দেশের মাটিতে পা দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌঁনে ১২টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান।
তারেক রহমান দেশে ফেরাতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশ্যাকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নাও অতিথি হয়ে হাজির হয়েছিলেন, ছবিটি তখনের । যদিও ছবির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।