Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

‘রাক্ষস’ টিম যাচ্ছে শ্রীলংকায়, ভিলেনে বলিউড অভিনেতা

‘রাক্ষস’ এর ফার্স্ট লুক | সংগৃহীত
আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমার কার্যক্রম চলছে জোরকদমে। সিনেমাটির শুটিং গত মাসে শুরু হয়েছে। সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকদেরমাঝে তৈরি হয়েছে কৌতূহলের ঝড়।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম পাড়ি জমাচ্ছে শ্রীলংকায়। সেখানে টানা দুই সপ্তাহ চলবে সিনেমার শুটিং।শ্রীলংকায় সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী।

শুধু শ্রীলংকাই নয়, সিনেমাটির কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের কাজ শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং সম্পন্ন হবে এবং তারপর সিনেমার ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে টিমের।

ইতোমধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। টানা চার দিন ঢাকায় শুটিং শেষ করে কলকাতায় ফিরে যান সুস্মিতা চ্যাটার্জি।

এদিকে, ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। ওই অভিনেতার শ্রীলংকার শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। নির্মাতারা বিষয়টিকে চমকহিসেবেই রাখতে চাইছেন, তাই আপাতত বিষয়টি গোপনেই থাকছে।

নির্মাতা সূত্রে জানা যায়, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ-যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।

সম্পর্কিত খবর :