ইন্ডিয়ান আইডল-৩ এর বিজয়ী প্রশান্ত তামাং আর নেই
নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী হিসেবে উপমহাদেশজুড়ে পরিচিত এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।
রোববার (১১ জানুয়ারি) সকালে অসুস্থ অবস্থায় তাকে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে সম্প্রতি তিনি দিল্লিতে ফিরেছিলেন। তবে এর আগে তার কোনো শারীরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি। ফলে হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাললোক ২’-এ খলচরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছিলেন প্রশান্ত তামাং। অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও তিনি ছিলেন সমানভাবে জনপ্রিয়।
১৯৮৩ সালের ৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন প্রশান্ত তামাং। তিনি স্ত্রী ও কন্যার সঙ্গে সেখানেই বসবাস করতেন। কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করলেও মুম্বাইয়ে কখনো স্থায়ীভাবে থাকেননি।
সংগীতজগতে আসার আগে তিনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকেই শুরু হয় তার সংগীতযাত্রা। এক সাক্ষাৎকারে প্রশান্ত জানিয়েছিলেন, পুলিশের এক সহকর্মীর কাছ থেকে তিনি বাংলা ভাষা শিখতেন এবং বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন। সহকর্মীদের উৎসাহেই তিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে অংশ নেন। পরে প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
তার আকস্মিক প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।