বেলা তারের স্মরণে ঢাকায় বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী
হাঙ্গেরিয়ান চলচ্চিত্র পরিচালক বেলা তার প্রয়াত হয়েছেন এ বছরের ৬ জানুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দার্শনিক ও ব্যতিক্রমী চলচ্চিত্র ভাষার জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই নির্মাতা অল্পসংখ্যক সিনেমা বানিয়েই চলচ্চিত্রের প্রচলিত ধারায় বড় পরিবর্তন এনেছিলেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে চলচ্চিত্র-প্রেমীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারাও বেলা তারকে শ্রদ্ধা জানাতে অ্যাডভার্টাইজিং অ্যান্ড ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন (আডফা) থেকে আয়োজন করেছে বিশেষ সিনেমা প্রদর্শনী।
‘বেলা তার রেট্রোস্পেকটিভ’ শিরোনামের এ আয়োজনে ১৩ জানুয়ারি নিকেতনে আডফার কার্যালয়ে দেখানো হবে তার আলোচিত দুটি সিনেমা— সেট্যানট্যাঙ্গো (১৯৯৪) ও দ্য তুরিন হর্স(২০১১)। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি থাকবে বেলা তারের জীবনদর্শন এবং তার কাজ নিয়ে আলোচনা।
প্রদর্শনীর শুরুতে নির্মাতা তানভীর আহসান বেলা তারের সিনেমার ভাষা ও দর্শন নিয়ে আলোচনা করবেন।অনুষ্ঠান শেষ হবে অভিনেত্রী জয়া আহসানের আলোচনায়। যেখানে তিনি বেলা তারের অভিনয়শৈলী, নীরবতার ব্যবহার ও মানবিক মূল্যবোধ নিয়ে কথা বলবেন।