Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চলে গেলেন সূর্যকন্যাখ্যাত জয়শ্রী কবির

জয়শ্রী কবির | ছবি: সংগৃহীত
সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির মারা গেছেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ। তিনি জানান, লন্ডনে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী।

সোমবার (১২ জানুয়ারি) লন্ডনে মারা গেছেন তিনি।

জয়শ্রী কবিরের পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছেন আলমগীর কবির।

১৯৭৬ সালে 'অসাধারণ' সিনেমাতে উত্তম কুমারের বিপরীতেও অভিনয় করেছিলেন জয়শ্রী কবির। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে।

সম্পর্কিত খবর :