Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রাফসান-জেফারের নতুন যাত্রা, বিয়ের ছবি প্রকাশ্যে

উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমানের বিয়ের ছবি | ছবি: ফেসবুক থেকে নেওয়া

গুঞ্জন হলো সত্যি! সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে বিয়ের খবর সামনে আনলেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) ফেইসবুকে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন রাফসান ও জেফার। জীবনে চলার পথে নতুন যাত্রার শুরুতে দোয়া চেয়েছেন দুজনে।

পোস্টে লেখা হয়েছে, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’

ছবি পোস্ট করার পরপরই কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার বন্যা বয়ে যায়।


রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের হাত আছে, সোশ্যাল মিডিয়ায় এমন কথা শোনা যায়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। তবে প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই জেফার ও রাফসান এটিকে ‘গুজব’ হিসেবে উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষ্য ছিল একটাই- তারা কেবল বন্ধু ও সহকর্মী। এমনকি দেশবিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। শুধু জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চান।

রাফসান সাবাবের এটি দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালের ৯ নভেম্বর তিনি নিজেই ফেসবুকে জানান, চিকিৎসক স্ত্রী সানিয়া এশার সঙ্গে তার তিন বছরের সম্পর্কের ইতি টেনেছেন। তবে এশা তখন জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি। সেই সময় থেকেই গুঞ্জন ছড়ায় যে সংগীতশিল্পী জেফার রহমান এর সঙ্গে রাফসানের সম্পর্কই সংসার ভাঙার কারণ।

রাফসান সাবাব দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন। দুই ভুবনের দুজন সফল মানুষের এই পথচলা নতুন মাত্রা যোগ করলো।

সম্পর্কিত খবর :