Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মাতাল চালকের গাড়ির ধাক্কায় আহত নোরা ফাতেহি

সংগৃহীত

মাতাল চালকের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি । নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সেই গাড়ির চালক ছিলো মদ্যপায়ী ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ইলেকট্রনিক নৃত্য সঙ্গীত উৎসব সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।এতে কিছুটা আঘাত পান ফাতেহি।

পরে উদ্ধার করে নোরাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সিটি স্ক্যান করে রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ কোনো আঘাত পাননি।

চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলেও নোরা সানবার্ন ফেস্টিভালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কনসার্টে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাদের আপকামিং আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপন করার কথা রয়েছে তার।

পুলিশ জানিয়েছে, ধাক্কা দেয়া মাতাল গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনাকে ভীতিকর বলে উল্লেখ করেছেন ফাতেহি।

সম্পর্কিত খবর :