ঢাকায় বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। আলো-আঁধারির ভাষায় গল্প বলার মহাযজ্ঞে রঙিন হয়ে উঠেছে রাজধানী শহর। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্বিংশ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রাজধানীতে। জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে শুরু হয়েছে সিনেমার আন্তর্জাতিক আয়োজন।
শনিবার (১০ জানুয়ারি) জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশভিত্তিক সিনেমা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করে নির্মাতাদের এ বিষয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উৎসবের এই আয়োজনকে আরও বৃহৎ পরিসরে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা জানান অংশগ্রহণকারী নির্মাতারা। তাদের মতে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নতুন নির্মাতা ও ভিন্ন ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম।
বিশ্বের নানা প্রান্ত থেকে আসা নির্মাতাদের উপস্থিতিতে উৎসব পেয়েছে আন্তর্জাতিক মাত্রা। ক্রোয়েশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্মাতারা এই উৎসবকে দেখছেন সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য ক্ষেত্র হিসেবে।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত সিনেমা ‘উ জিন ঝি লু’ (দ্য জার্নি টু নো ইন্ড)। এবারের উৎসবে অংশ নিয়েছে বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি সিনেমা। চলচ্চিত্রের ভাষায় মানবজীবন, সমাজ ও সময়কে তুলে ধরার এই আন্তর্জাতিক আয়োজন চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।