ঢাকার প্রেক্ষাগৃহে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
জেমস ক্যামেরন এবং অ্যাভাটার- দু’টি নামই সিনেমাপ্রেমী মানুষদের হৃদয়ে জায়গা করে আছে বিস্ময়কর মুগ্ধতায়। যার শুরু হয়েছিল ২০০৯ সালে। ‘অ্যাভাটার’ নামের এক মহাকাব্যিক কল্প-বিজ্ঞানভিত্তিক সিনেমা বিশ্বজুড়ে সে সময় আলোড়ন সৃষ্টি করে। এবার নতুন অধ্যায় নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে বিস্ময়কর ফ্র্যাঞ্চাইজি অ্যাভাটার।
শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের আলোচিত তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। একই দিনে ঢাকার প্রেক্ষাগৃহেও সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স ‘নাও শোয়িং’ প্রচারণার মাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত শিডিউলে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
লন্ডনে বিশেষ প্রদর্শনীর পর থেকেই ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রশংসায় ভাসছে। সমালোচকদের মতে, এটি শুধু সিনেমা নয়-একটি পূর্ণাঙ্গ সিনেমাটিক অভিজ্ঞতা।
গল্পের দিক থেকেও এবার রয়েছে বড় চমক। আগের পর্বে সুলি পরিবারের বড় ছেলে নেটেয়ামের মৃত্যু যে শোকের ছায়া ফেলেছিল, তার রেশ নিয়েই এগোবে নতুন কাহিনি।
স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালডানা ও ওনা চ্যাপলিনের অভিনয়, সঙ্গে ক্যামেরনের অভাবনীয় ভিজ্যুয়াল ও অ্যাকশন- সব মিলিয়ে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ যে বক্স অফিসে নতুন আলোড়ন তুলতে যাচ্ছে, তা নিয়ে আশাবাদী চলচ্চিত্র সংশ্লিষ্টরা।