নতুন বছর যেভাবে বরণ করলেন শোবিজ তারকারা
ক্যালেন্ডারের পাতায় যোগ হলো আরও একটি বছর। আলো, আতশবাজি আর উচ্ছ্বাসে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পুরো শহর। ২০২৬ সালকে বরন করে নিতে ব্যস্ত শুটিং আর কাজের ফাঁকে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারকারাও। নতুন স্বপ্ন আর প্রত্যাশায় শুরু করেছেন নতুন বছর।
পরিবারের সঙ্গে সময় কাটানো, কেক কাটা, গান-বাজনা আর প্রার্থনার মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছেন অনেকে। কেউ আবার ভক্তদের উদ্দেশে জানিয়েছেন ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা।
অভিনেতা সিয়াম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নতুন বছরের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সঙ্গে সবাইকে আহ্বান জানিয়েছেন সিনেমা হলের সিট শক্ত করে ধরে রাখতে, কারণ তিনি আসছেন… পর্দায় আগুন ধরাতে।
বছরের প্রথম দিনেই মা হওয়ার সুখবর জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। অন্যদিকে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘ওসিডি’র পোস্টার ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’
আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন অপু বিশ্বাসও। শীঘ্রই ‘দুর্বার’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে।
এদিকে স্বামীর সঙ্গে পবিত্র নগরী মদিনা সফরে গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় করে একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। মক্কায় পরিবারসহ ওমরাহ করতে গিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকারও। সেখান থেকেই ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছাবার্তা।
এছাড়া নতুন বছর বরন করতে ক্ষতিকর আতশবাজি পরিহার করে ভালোবাসা ছড়ানোর আহ্বান জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ভক্তদের উদ্দেশ্যে অর্থ সঞ্চয়ের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম, মাসুদ পারভেজ, কাজী মারুফ, ফারহান আহমেদ জোভানসহ শোবিজঅঙ্গনের অনেকে।