ভয়ংকর জলদস্যু প্রিয়াঙ্কা চোপড়া
হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রকাশ পেয়েছে তার আসন্ন অ্যাকশন থ্রিলার ‘দ্য ব্লাফ’র প্রথম ঝলক, যেখানে তাকে দেখা যাবে রক্তাক্ত ও নিষ্ঠুর এক জলদস্যুর চরিত্রে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে প্রিয়াঙ্কা নিজেকে পরিচয় করিয়ে দেন ‘ব্লাডি মেরি’ নামে। সিনেমাতে তার চরিত্রের নাম এরসেল বডেন। যিনি একসময় দুর্ধর্ষ জলদস্যু ছিলেন, যাকে সবাই চিনত ‘ব্লাডি মেরি’ নামে। পরে মা হিসেবে নতুন জীবন শুরু করলেও পরিস্থিতির চাপে আবার সহিংস জগতে ফিরতে বাধ্য হন।
উনিশ শতকের শেষ ভাগের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করছেন কার্ল আর্বানসহ আরও অনেকে। রুশো ব্রাদার্স প্রযোজিত সিনেমাটি আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তি পাবে প্রাইম ভিডিও-তে।
প্রথম ঝলকেই স্পষ্ট, ‘দ্য ব্লাফ’-এ প্রিয়াঙ্কার এই রূপ দর্শকদের জন্য বড় চমক হয়ে আসছে। প্রিয়াঙ্কার এই রূপ দেখে উচ্ছ্বসিত তার স্বামী নিক জোনাসও। নেটদুনিয়াতে দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক।