Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

স্ট্রোক করেছেন শিল্পী তৌসিফ, মাথায় ২৭ সেলাই

সংগীতশিল্পী তৌসিফ আহমেদ । সংগৃহীত
স্ট্রোক করেছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৮ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়।

হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছিলেন।

জানা গেছে, তৌসিফ আহমেদ বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার বাসায় ফিরেছেন। সেখানেই সেবা-যত্ন নিচ্ছেন।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে তৌসিফ গণমাধ্যমে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। এরপর কিছুই মনে নেই। রক্ত দেখে আমার স্ত্রী আশপাশে সবাইকে খবর দিলে প্রথমে ধানমন্ডির একটি স্থানীয় হাসপাতালে, পরে অন্য আরেকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হয়। এক দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। চিকিৎসা ব্যয় অনেক বেশি, তাই কিছুটা ভালো বোধ করায় বাসায় ফিরেছি।’

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তৌসিফ। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছেন তৌসিফ। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক হয়।

সম্পর্কিত খবর :