জুবিন গার্গ স্মরণে ট্রাস্ট নির্মাণ
জুবিন গার্গের চলে যাওয়ার তিন মাস পেরিয়েছে। পরিবার আর ভক্তদের থেকে এখনও কাটেনি মৃত্যুশোক। কিংবদন্তি এই গায়কের স্মৃতিতে এবার বিশেষ ঘোষণা করলেন স্ত্রী গরিমা শইকীয়া এবং ছোট বোন পামী বড়ঠাকুর।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গায়কের স্মৃতি আর পছন্দের কাজ বাস্তবায়নের জন্য পরিবার এবং ঘনিষ্ঠদের পক্ষ থেকে একটি ট্রাস্ট তৈরির বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকবে গায়কের ‘ফ্যান
ক্লাব’ এর সদস্যরাও।
প্রয়াত এই সঙ্গীতশিল্পীর পছন্দের এবং সমাজের যে দিকগুলোয় তার আগ্রহ ছিল, সেই বিষয়কে কেন্দ্র করেই কাজ করবে ট্রাস্টটি।
এর আগে, বেঁচে থাকতে জুবিন গার্গ ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা তৈরিসহ তার প্রয়াত বোনের স্মৃতিতেও একটি সংস্থা তৈরি করেছিলেন। এবার এই তিন সংস্থা যৌথভাবে কাজ করবে।
ভারতীয় এক গণমাধ্যমে সঙ্গীতশিল্পীর স্ত্রী গরিমা জানান “প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রতিভাদের ভবিষ্যৎ সুন্দর করার দিকেও নজর দেবে এই ট্রাস্ট। এ ছাড়াও শিল্পীর সৃষ্টি সংরক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতিতে পদক্ষেপ
নেওয়ার পাশাপাশি জুবিনের জীবন ও কাজ নিয়ে গবেষণার জন্য আলাদা একটি গবেষণা শাখাও তৈরি করা হবে।
উল্লেখ্য,২০২৫ সালে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয় জুবিন গার্গের। যেদিন শোক-স্তব্ধ হয় দেশ-বিদেশের সঙ্গীতপ্রেমী সহ গোটা ভারতবর্ষ। তার শেষকৃত্য বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে লিমকা বুক অফ
রেকর্ডসেও নাম লেখায়।