Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

৭ দিন ধরে 'কথা বলতে পারছেন না' শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া | সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থতায় ভুগছেন। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত হয়ে কণ্ঠস্বর হারিয়েছেন তিনি। নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

বর্তমানে শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতে পারছেন না বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখনই ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সম্পর্কিত খবর :