নব্বই দশকের জনপ্রিয় মডেল রিয়াকে মনে আছে এখনো?
নব্বই দশকের জনপ্রিয় মডেল ফারজানা রিয়া চৌধুরীকে এখনো অনেকেই মনে রেখেছেন। বিশেষ করে কোকোলা বিস্কুট ও হেনোলাক্সের মতো বিজ্ঞাপনে তার মিষ্টি মুখ ও সুন্দর চোখের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় ও মডেলিং থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি স্বামী–সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ফিরেছেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার আগে ওমরাহ করতে গিয়েছিলেন সৌদি আরব। দেশে ফিরে ঢাকার এক আড্ডায় কয়েকজন তারকার সঙ্গে তার উপস্থিতি নজর কাড়ে।
সেই আড্ডার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর আবারও তাকে ঘিরে ছড়িয়েছে কৌতূহল । ছবিতে দেখা গেছে রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খানসহ আরও অনেককে।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। তার দেশে বেড়াতে আসা উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ছিল বিশেষ এক আড্ডা। সেখানেই রিয়ার সঙ্গে দেখা হয় উল্লেখিত তারকাদের।
নব্বই দশকের শেষদিকে সাদা-কালো টেলিভিশনে বাংলা ছবির ফাঁকে বিজ্ঞাপন বিরতিতে দেখা যেতো রিয়ার ফটোজেনিক ফেস আর মনকাড়া হাসি। একটি ক্রিমের বিজ্ঞাপনচিত্রে মডেল পল্লবের সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। ওই বিজ্ঞাপনের জিঙ্গেল ছিল ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি…’। পরে, অভিনয়েও যুক্ত হন তিনি।
রিয়াজের বিপরীতে 'মনের মধ্যে আকাশ' টেলিফিল্মটিও দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এস ডি রুবেলের জনপ্রিয় গান 'পাখিদের নীড়ে ফেরা গোধূলি বেলায়' গানটি ব্যবহৃত হয়েছিল। রিয়ার সুন্দর কিছু অভিব্যক্তি গানটিতে আছে। ফারিয়া হোসেন, মোহন খান-সহ সেই সময়ের ব্যস্ত পরিচালকদের সঙ্গে কিছু নাটকে কাজ করেছিলেন রিয়া।