আতশবাজি ছাড়াই নতুন বছর, হংকংয়ের ব্যতিক্রমী উদযাপন
বছরের শেষ রাত মানেই রঙিন আতশবাজিতে আলোকিত আকাশ, এমন দৃশ্যের সঙ্গেই পুরো বিশ্ব অভ্যস্ত। কিন্তু সেই চেনা ধারা থেকে সরে এসে এক ব্যতিক্রমী ও সময়োপযোগী সিদ্ধান্ত নিলো হংকং। পরিবেশ রক্ষা ওটেকসই ভবিষ্যতের কথা মাথায় রেখে ২০২৬ সালকে স্বাগত জানাতে এ বছর আতশবাজি বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নিউ ইয়ার উদযাপন করেছে শহরটি।
হংকং সরকারের উদ্যোগে এবার নববর্ষের প্রধান আকর্ষণ ছিল অত্যাধুনিক ড্রোন লাইট শো, ডিজিটাল প্রজেকশন ও সঙ্গীতনির্ভর আলো প্রদর্শনী। ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হারবার এলাকাজুড়ে আয়োজিত এই অনুষ্ঠানে শতশত ড্রোন সমন্বিতভাবে আকাশে বিভিন্ন প্রতীকী নকশা তৈরি করে—যার মধ্যে ছিল শান্তি, ঐক্য, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নের বার্তা।
এ অনুষ্ঠান চলাকালে বিশাল অট্টালিকাগুলোর গায়ে থ্রি-ডি লেজার প্রজেকশনের মাধ্যমে প্রদর্শিত হয় হংকংয়ের ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ উন্নয়নের স্বপ্ন। আতশবাজির ফলে সৃষ্ট বায়ুদূষণ, শব্দ দূষণ এবং প্রাণী ওশিশুদের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হংকং।
হংকংয়ের এই উদ্যোগ বিশ্বব্যাপী বড় শহরগুলোর জন্য একটি অনুসরণ-যোগ্য দৃষ্টান্ত হতে পারে। প্রযুক্তিনির্ভর এই উদযাপন তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আতশবাজির ঝলক ছাড়াই যে নতুন বছরকে সমান জাঁকজমক, আনন্দ ও অর্থবহ বার্তার সঙ্গে বরণ করা যায়, ২০২৬ সালের শুরুতে বিশ্বকে সেই বার্তাই দিল হংকং।