Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

ইরানে হাজারো মৃত্যুর জন্য ট্রাম্পকে 'অপরাধী' বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি | সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাম্প্রতিক বিক্ষোভের সময় তার দেশে হওয়া 'হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের' জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) এক ভাষণে খামেনি স্বীকার করেন যে সাম্প্রতিক অস্থিরতায় হাজারো মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, 'এর মধ্যে কিছু মানুষ অমানবিক ও নৃশংসভাবে মারা গেছে'। তবে এসব মৃত্যুর জন্য তিনি 'রাষ্ট্রদ্রোহী'দের দায়ী করেছেন।

খামেনি আরও বলেন, 'ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন 'অপরাধী' বলে মনে করে এবং সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে'।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের 'বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নিরাপত্তা বাহিনী যদি তাদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ জানায়, ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত খবর :