Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার আর সুযোগ নেই: মামুনুল

মামুনুল হক | সংগৃহীত

এই মুহূর্তে এসে ইসলামী আন্দোলনের সাথে আনুষ্ঠানিক আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ৪৭ আসন ১০ দলের মধ্যে আলোচনা করে প্রার্থিতা দেয়া হবে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন মামুনুল হক।

মামুনুল হক বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই, অবশিষ্ট আসনগুলোতে দলগুলোর প্রার্থীদের জনপ্রিয়তা দেখে প্রাধান্য দেয়া হবে। এ সময় তিনি জোট ভাঙ্গনের ক্ষেত্রে নিজেদের ব্যর্থতাকে দায়ী করেন।

তিনি বলেন, জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র এখনও দেখছি না৷ নিজেদের নানা ব্যার্থতার কারণেই এই দূরত্ব হতে পারে৷ তবে আরও আন্তরিক হবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর :