ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল ভবন থেকে নেমে যান।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাত তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট। তাদের চেষ্টায় প্রায় ১৫ মিনিটের মাথায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।