শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত: জুবায়ের
শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত। এমনটাই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের মাঝখানে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলন জোটে না ফিরলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি। এ ক্ষেত্রে আসন ভেদে প্রার্থীদের জনপ্রিয়তা বিবেচনা করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের শীর্ষ নেতারা ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ–কে জোটে রাখার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছিল।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের মাঝখানে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলন জোটে না ফিরলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি। এ ক্ষেত্রে আসন ভেদে প্রার্থীদের জনপ্রিয়তা বিবেচনা করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের শীর্ষ নেতারা ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ–কে জোটে রাখার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছিল।