Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

ময়মনসিংহ সীমান্তে ভারতীয় গরুসহ চোরাচালানি পণ্য জব্দ

জব্দ করা মালামাল | স্টার নিউজ
ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা শেরপুরে পৃথক অভিযানে প্রায় সাড়ে ৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় গরু ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও জামগড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।

অভিযানের সময় অভিনব কৌশলে পাচারের উদ্দেশ্যে আনা এক লাখ ১ হাজার ৭০০ পিস ভারতীয় জিলেট ব্লেড এবং একটি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাচালানিপণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬লাখ ৭০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত পথে অবৈধ চোরাচালানপ্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, চোরাচালান রোধে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর :