ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প
ইরানের সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে।'
ট্রাম্প আরও বলেন, 'তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই।'
রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ইরানের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে ৮০০-র বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না।
ট্রাম্প তার পোস্টে ট্রাম্প লেখেন, “ধন্যবাদ!”।
এর আগে গেল সপ্তাহে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে জোর গুঞ্জন ওঠে হামলার। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আরব নেতারা ট্রাম্পকে রাজি করিয়েছেন ইরানে হামলা না চালানোর ব্যাপারে। তবে যদিও ট্রাম্প এ ব্যাপারে জানান, কেউ তাকে রাজি করায়নি। তিনি স্বেচ্ছায় হামলা থেকে বিরত থেকেছেন।