ফ্যাসিবাদ রোধে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে: আলী রীয়াজ
ফ্যাসিবাদকে রোধ করতেই আগামী গণভোটে‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। বিগত আওয়ামী লীগ সময়ে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছিল। সে ধারা রোধ করতেই আগামী গণভোটে হ্যাঁ'কে জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করতে খুব পরিকল্পিতভাবে একে একে বিচার, আইন ও নির্বাহী বিভাগকে ধ্বংস করা হয়েছিল। মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত হয়েছিল। গণভোটে সংস্কারের যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তা পাস হলে দেশে আমুল পরিবর্তন আসবে। দেশে জবাবদিহিতা তৈরি হবে, স্বৈরশাসনের পথ রুদ্ধ হবে। তাই গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে এর বিষয়বস্তু সহজ ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ঢাকা বিভাগীয় কর্মকর্তাদের আহ্বান জানান ড. আলী রীয়াজ।