বাংলাদেশের কাছে যুদ্ধবিমান বিক্রি করবে পাকিস্তান!
চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা ‘জেএফ-১৭ ব্লক থ্রি’ যুদ্ধবিমান বাংলাদেশের কাছে বিক্রির বিষয়ে ভাবছে পাকিস্তান। এই যুদ্ধবিমানটি ‘জেএফ-১৭ থান্ডার’ নামেও পরিচিত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুদ্ধবিমান বিক্রির চুক্তির বিষয়ে ইসলামাবাদে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের।
জেএফ-১৭ থান্ডার হলো চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা একটি ‘মাল্টি-রোল’ যুদ্ধবিমান।