জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে সিপিডির ফাহমিদা খাতুন
জাতিসংঘের ‘মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স’ (এমভিআই) বা বহুমাত্রিক ঝুঁকি সূচকবিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
বুধবার (১১ ডিসেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ সদস্যের এই প্যানেলের বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতায় দায়িত্ব পালন করবেন। ফাহমিদা খাতুনের এই নিয়োগ বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮/৩২২ প্রস্তাব অনুযায়ী, প্যানেলটি প্রতি তিন বছর পর এমভিআই পর্যালোচনা করবে। পাশাপাশি পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ এবং উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি হ্রাস ও সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
ফাহমিদা বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন কনফারেন্সের (আঙ্কটাড) উচ্চপর্যায়ের উপদেষ্টা গ্রুপের সদস্য এবং বাংলাদেশ ব্যাংকেরপরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।