Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বেনজিরের ফ্ল্যাটের সম্পদ গেলো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

ছবি: স্টার নিউজ

সাবেক আইজিপি বেনজীর আহমেদের চার ফ্ল্যাট থেকে জব্দ করা সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এসব মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেয়।

আদালতের আদেশে গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমনকি শার্ট-প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রীসহ ৭৯২ ধরণের মালামাল হস্তান্তর করা হয়েছে।

এসব মালামাল নষ্টের ঝুঁকি এড়াতে ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন।

সম্পর্কিত খবর :